Sylhet Today 24 PRINT

উপাচার্যের কাছে স্মারকলিপি দিলেন সিকৃবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্লাস বর্জন করে চার দফা দাবিতে আন্দোলনের নবম দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রধান করা হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর তাদের দাবিসমূহ তোলে ধরেন এবং স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিসিএস এ টেকনিক্যাল ক্যাডার ও কৃষি প্রকৌশলীদের জন্য স্বতন্ত্র উইং চালু সহ চার দফা দাবি জানান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কৃষি প্রকৌশলীদের নিজস্ব পদ নিরুপণ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে কৃষি বিষয়ে সরকারী স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষির পাশাপাশি কৃষি প্রকৌশলীদেরও সুযোগ প্রদানেরও জোর দাবি জানান  তারা।  

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ভারপ্রান্ত ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, মো. সাইফুর রহমান, আকাশ ভূইয়া ও শিহাব উদ্দিন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর একই দবির সঙ্গে একাত্মতা পোষণ করে ১১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সিকৃবি শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.