Sylhet Today 24 PRINT

\'সাস্ট মুনা\' জাতীয় সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

'অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রসার ঘটিয়ে বিশ্বব্যাপী শান্তি পুনরুদ্ধার করা’- এ প্রতিপাদ্যেকে সামনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ‘ছায়া জাতিসংঘ’ মডেল ইউনাইটেড নেশন্সের (সাস্ট মুনা)৪ দিনব্যাপী দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠটির উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ, ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকারসহ প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যাপক জহির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কো-কারিকুলার অ্যাকটিভিটিজ কর্মকান্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'সাস্ট মুনা' একটি আন্তর্জাতিক সংগঠন তোমরা এ সংগঠনে জড়িত থাকায় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় অনেক এগিয়ে থাকবে এবং এ সংগঠন থেকে অনেক কিছু শিখতে পারবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ও তৃতীয় দিন শিক্ষার্থীরা কূটনৈতিক আলাপচারিতা-বিতর্কের মাধ্যমে নিজের দেশের প্রতিনিধিত্ব করবে।

চতুর্থ দিনে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মাধ্যমে দু’টি পাতা একটি কুঁড়ির ছোট্ট বিভাগ সিলেটে একটি সুষ্ঠু ও সুন্দর সম্মেলনের আয়োজন করতে পারবে বলে মনে করেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, এ সম্মেলনে দেশের ১৯ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.