Sylhet Today 24 PRINT

অবশেষে উপাচার্যের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অবশেষে দুঃখপ্রকাশ করেছেন উপাচার্য আমিনুল হক ভূইয়া। ঘটনার চারদিন পর বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে সেদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শাবি উপাচার্য বলেন, 'শিক্ষকদের উপর হামলা খুবই দুঃখজনক।

যদিও এরআগ পর্যন্ত শিক্ষকদের উপর হামলা হয়েছে কী না তা জানেন না বে জনিয়েছিলেন শাবি উপাচার্য।

বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রপতি নির্দেশ দিলে একঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যবেন বলেও জানান ড. আমিনুল। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন উল্লেখ করে উপাচার্য বলেন, 'এখন যদি রাষ্ট্রপতি নির্দেশ দেন, আমি প্রস্তুত আছি। একঘন্টার মধ্যে চলে যাবো।'

এই উপাচার্যের পদত্যাগের দাবিতেই প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন শাবি শিক্ষকদের একাংশ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে আন্দোলন কর্মসূচী পালন করছেন তারা। গত রোববার আন্দোলন কর্মসূচী চলাকালে শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এসময় অধ্যাপক ইয়াসমীন হক লাঞ্ছিত হন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.