Sylhet Today 24 PRINT

শাবিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

শাবি প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্রীড়া ভিত্তিক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দুইদিনব্যাপী  ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব ও প্রথম দিনের খেলা শুরু হয়। এর আগে একটি আনন্দ র‌্যালী বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডবল গ্রাউন্ডে এসে শেষ হয়।

এ টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেছে। টিমগুলোর মধ্যে রয়েছে লুথা সেভেন, কিং, সেভ দ্যা ড্রিম ১, সেভ দ্যা ড্রিম ২ ।

টুর্নামেন্টের আহ্বায়ক শিশির চক্রবর্তী বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও শিশুদের জন্য এ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা আরো বিকশিত হওয়ার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি।

টুর্নামেন্টটির ফাইনাল সোমবার  (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.