Sylhet Today 24 PRINT

রাবিতে অন্তঃগোল্ড বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্ক সংগঠন গোল্ড বাংলাদেশ অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ কলা ভবনের ২০৩ নম্বর কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সরকারি দল বধ্যভূমি।

সংগঠনটির প্রধান সমন্বয়ক এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। তিনি বলেন, দেশে যুক্তিবাদী সমাজ বিনির্মাণের জন্য বিতর্ক চর্চার বিকল্প নেই। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধা বিকাশের অন্যতম মাধ্যম বিতর্ক। এই বিতর্কের মাধ্যমে অন্যের মতামতকে প্রাধান্য দেয়ার অভ্যাস গড়ে উঠে। আর বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু ক্লাসরুমে পঠন-পাঠন নয়, জ্ঞান তৈরি করা ও বিতরণ করা সেই কাজটি বিতর্ক চর্চার মধ্য দিয়ে সম্ভব বলে মনে করি।

সংগঠনটির সহ-সমন্বয়ক এইচএম কাওসারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, গোল্ড বাংলাদেশ’র সাবেক সভাপতি সোহরাব হোসেন ও সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.