Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মতবিনিময় অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মতবিনিময় রবিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক এবং রিসোর্স পারসন হিসেবে ইউনিভার্সিটি অব লিবার‌্যাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্কুল অব আর্টস এন্ড হিউমিনিটিজ এর ডীন প্রফেসর ড. কায়সার মো. হামিদুল হক উপস্থিত ছিলেন।  

মতবিনিময় অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, অনুবাদক, গবেষক প্রফেসর ড. কায়সার মো. হামিদুল হক ইংরেজি সাহিত্যের ইতিহাস, উৎপত্তি নিয়ে গবেষণালব্ধ আলোচনা করেন। লিডিং ইউনিভার্সিটি কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠ্যক্রম, পাঠদান এবং পাঠগ্রহণসহ বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ইংরেজী বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি  এবং ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.