Sylhet Today 24 PRINT

শাবি ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ডাকা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে সরকার সমর্থক শিক্ষকদের একাংশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বিকেল পর্যন্ত। আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি চললেও ভিসি সমর্থক শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও উপাচার্যের অপসারণের দাবিতে তিন দিনের কর্মসূচি শেষে এ কর্মবিরতির ঘোষণা দেন।

গত ১২ এপ্রিল শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে সরকার সমর্থিত শিক্ষকদের একাংশ। পরে তাঁরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ধারাবাহিক আন্দোলন শুরু করেন।

এদিকে শিক্ষকদের ওপর গত ৩০ আগস্টের ছাত্রলীগের হামলার ঘটনায়  ভিসিকে দায়ি করে তার পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনও চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.