Sylhet Today 24 PRINT

ঢাবিতে দুই ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজি মুহম্মদ মুহসীন হল থেকে অস্ত্রসহ আটক ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক উপ-সম্পাদক হাসিবুর রহমান তুষার, দর্শন বিভাগের ছাত্র ও ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক উপ-সম্পাদক আবু বকর আলিফ, পালি এন্ড বুদ্ধিস্টের ইফতেখারুল ইসলাম তুষার এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ইমরান ফরহাদ ইমু।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই বিষয়ক চিঠির জবাব সাতদিনের মধ্যে দিতে বলা হয়েছে।

গত ৮ অক্টোবর রাতে মুহসীন হলের ১২১ নম্বর কক্ষ থেকে পিস্তল, বটি, সিসি ক্যামেরা, হাতুড়ি, লাঠিসহ আটক করা হয় বহিষ্কৃত প্রথম দুইজনকে। বহিষ্কৃত বাকি দুইজন এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে প্রমাণ পাওয়ায় তাদেরও বহিষ্কার করা হয়েছে।

সূত্র জানিয়েছে বহিষ্কৃত এই চারজন পেশাদার মাদক ব্যবসায়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.