Sylhet Today 24 PRINT

শাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আর্কিটেকচার বিভাগ

শাবি প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (এসইউডিএস) উদ্যোগে আয়োজিত ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর্কিটেকচার বিভাগ।
 
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে  আর্কিটেকচার বিভাগ লোকপ্রশাসন বিভাগকে ৫-৩ ব্যালটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন এসইউডিএস'র সাবেক সহ সভাপতি ইশতিয়াক হোসেন মুন্সী।
 
আর্কিটেকচার বিভাগের হয়ে বিতর্ক করেন তন্ময় দে, সুমাইয়া ইসলাম ঐশী, নোশিন তুবা এবং লোকপ্রশাসন বিভাগের হয়ে বিতর্ক করেন মোসাদ্দেক মীম, মৌমিতা এবং আতিক। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ট্রফি তুলে দেওয়া হয়।
 
শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসফিক আহসান হৃদয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রি শেখর রায়, এসইউডিএস’র মোডারেটর অধ্যাপক ড. জায়েদা শারমীন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিলেট অঞ্চলের আহবায়ক ধ্রুব রঞ্জন রয়।
 
এসইউডিএস এর প্রচার সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়মের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন এসইউডিএস'র সাবেক প্রচার সম্পাদক তানভীর খান, এসইউডিএস'র সাবেক সাধারণ মোহাম্মদ আলী নেওয়াজ, এসআইইউডিএস'র সাবেক সভাপতি তানভীর রেজা খান, এসইউডিএস'র সাবেক সাধারণ সম্পাদক নুর-ই জান্নাত নিতু, সাবেক সভাপতি জান্নাতুল তাজরীন রিমি, সহ-সভাপতি নাওরোজ রমিম, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ ইফতি সহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা। এবারের আন্তঃবিভাগ এ বিতর্ক প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.