Sylhet Today 24 PRINT

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন মেট্রোপলিটন ইউনিভার্সিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৯

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র উদ্যোগে বাংলাদেশে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়েছে। এ চ্যালেঞ্জে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি টিম।

রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়।

জনসংযোগ শাখা জানায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিমে ছিলেন শাফায়াত আহমেদ হৃদয়, ইমতিয়াজ হক দ্বিমিক, নুসরাত জাহান শান্তা, শাহাদিন মাহমুদ ও রাজিব মিয়া। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

নাসা’র উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সহযোগিতায় সম্প্রতি সারাদেশে স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে চার হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন। এদের মধ্য থেকে ৪৫টি দল চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। পরে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরির মধ্যে ‘টু দ্য স্টার’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.