Sylhet Today 24 PRINT

রাফার চিকিৎসার্থে শাবিতে নোঙরের চ্যারিটি কনসার্ট, আসছে জলের গান

শাবি প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ডেভিড আনাম চৌধুরী রাফার চিকিৎসার খরচ যোগাতে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ‘নোঙর’।

আগামী শনিবার (২ নভেম্বর) হতে যাওয়া এ চ্যারিটি কনসার্টের ‘নেফ্রোসিয়া’ নাম দিয়েছে ‘নোঙর’।

সোমবার ২৮ (অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডেভিড আনাম চৌধুরী রাফার চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ‘নোঙর ফর হিউমিনিটি সেইকে’র অধীনে আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ডে চ্যারিটি কনসাট ‘নেফ্রোসিয়া’ অনুষ্ঠিত হতে হবে। কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কনসার্টে সাথে থাকবে আসির আরমান, লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড কমিউনিটি, শাবিপ্রবির সেচ্ছাসেবী সংগঠন কিন, সাংস্কৃতিক সংগঠন আজ মুক্তমঞ্চ এবং ফটোগ্রাফিক পার্টনার হিসাবে থাকবে শাবিপ্রবির ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এসোসিয়েশন ( সুপা) ।  

এদিকে প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট ও টি-শাট ক্যাম্পাসের অর্জুনতলায় টেন্টে পাওয়া যাবে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.