Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবে ইমরান সভাপতি, কবীর সম্পাদক

শাবি প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের সভাপতি পদে ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান খান শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে ১৬তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-১৯ এর ফলাফল ঘোষণা করেন।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এএস এম সায়েম এবং গণিত বিভাগের প্রভাষক এস এম সাইদুর রহমান।

নির্বাচনে সহ-সভাপতি পদে আরাফ আহমেদ (মানবজমিন), যুগ্ম সম্পাদক পদে মোয়াজ্জেম আফরান (সংবাদ), কোষাধ্যক্ষ পদে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার) ও দপ্তর সম্পাদক পদে জোবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন)নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে তিনটি কার্যনির্বাহী সদস্য পদে জিএম ইমরান (ইত্তেফাক), নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন)ও আবদুল্লাহ আল মাসুদ (দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়কে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যেতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান খান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসহ শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, ঢাকা; নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.