Sylhet Today 24 PRINT

জেলহত্যা দিবস উপলক্ষে শাবি ছাত্রলীগের দোয়া মাহফিল

শাবি প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৯

জেল হত্যা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

রোববার (৩ নভেম্বর) বাদে আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলেরর আয়োজন করা হয়।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খানসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল জাতির জনককে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

এর আগে শনিবার রাত ১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের ভিতর হত্যা করা হয়। এরপর  থেকে এ  দিনটি ‘জাতীয় জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.