Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সংবিধান দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের সংবিধান দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক এ প্রতিযোগিতার আয়োজন করে। সংবিধানভিত্তিক এই প্রতিযোগিতা সোমবার (৪ নভেম্বর) বেলা ২টায় অধ্যাপক হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) ও এলএলএম প্রোগ্রামের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ সময় আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান, এমইউ ল’ ক্লিনিকের চিফ ইন্সট্রাক্টর সহকারী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, মো. শের-ই-আলম, ল’ ক্লিনিকের ডেপুটি ইন্সট্রাক্টর জ্যেষ্ঠ প্রভাষক ফাতেমা ইমরোজ, মিতু আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা আক্তার, ৩২তম ব্যাচের শিক্ষার্থী নিত্য রঞ্জন গোপ ও ৩৫তম ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াৎ খান তান্নি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। তাদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রসঙ্গত, এই কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.