Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ন্যানোটেকনোলজির সুযোগ এবং সম্ভাবনা শীর্ষক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগ কর্তৃক আয়োজিত “বাংলাদেশে ন্যানোটেকনোলজির সুযোগ এবং সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার শনিবার ইউনিভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সেন্টার ফর রিচার্স অন সেমিকন্ডাকটর টেকনোলজি”-এর পরিচালক এবং ইইই বিভাগের অধ্যাপক ড. জাহিদ হাসান মাহমুদ।

সেমিনারে ড. জাহিদ বাংলাদেশের যেসব ক্ষেত্রে ন্যানোটেকনোলজি বিষয়ক গবেষণা শুরু হয়েছে তা তুলে ধরেন। এছাড়াও কৃষি, ঔষধসহ যেসব শিল্পে মেট্রোপলিটন ইউনিভার্সিটির গবেষকদের কাজ করার সুযোগ রয়েছে তা উপস্থাপন করেন। বিকেলে রিসার্চ মেথোডোলজির উপর আলাদা আরেকটি সেশনে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিকট বৈজ্ঞানিক গবেষণার ধরণ এবং গবেষণা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান চৌধুরী মোঃ মোকাম্মেল ওয়াহিদ, ইইই বিভাগের প্রধান মিয়া মোঃ আসাদুজ্জামান এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.