Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে উপাচার্য, আইন ও বিচার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা তেলিহাওরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

র‍্যালি শেষে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২১১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, প্রভাষক গোলাম ফারুক রাসেল ও আবু সাইদ মুন্না।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাখাল চন্দ্র দাস আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন।

প্রভাষক গোলাম ফারুক রাসেল ও আবু সাইদ মুন্না মানবাধিকারের প্রয়োজনীয়তা এবং এ ক্ষেত্রে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলেন।
সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন মানবাধিকার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আইনের অপপ্রয়োগ, বিচারকার্যে দীর্ঘসূত্রিতা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আমাদের জীবনের সকল ক্ষেত্রে অন্যের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।

সভাপতি ড. নায়ীম আলীমুল হায়দার স্ব-স্ব ক্ষেত্রে সবাই সঠিক দায়িত্ব পালন করলে সকল ক্ষেত্রেই মানবাধিকার রক্ষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উপাচার্য, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আয়োজক এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের সকল সদস্যসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.