Sylhet Today 24 PRINT

স্বাধীনতা ভাস্কর্য নির্মাণসহ ছয় দফা দাবিতে শাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাবি প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ বের করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাস ভবনের সামন ঘুরে আবারো একই স্থানে এসে সমাবেশে করেন।

দাবিগুলোর মধ্য রয়েছে-শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসে স্বাধীনতা বিরোধীদের বক্তব্য দিতে না দেয়া, জাতির জনকের আগে যারা বঙ্গবন্ধু উচ্চারণ করে না আলোচনা সভায় তাদের অবাঞ্চিত ঘোষণা করা, গোলচত্বরে অর্ধনির্মিত স্বাধীনতা ভাস্কর্য আগামী মার্চের মধ্যে নির্মিত করা, প্রথম ছাত্রী হল, একাডেমিক ভবনগুলোর পূর্বঘোষিত নামকরণ বাস্তবায়ন করা, স্বাধনতা স্বপক্ষের শক্তি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে রুম বরাদ্দ দেয়া, সকল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের হলের সীট ভাড়া কমানো, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। তবে পরবর্তী কোন কর্মসূচি দেয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.