Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী ও বিজয় দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৯

লিডিং ইউনিভার্সিটি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার ১৪ ডিসেম্বর জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালোব্যাজ ধারণ এবং সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও গ্যালারি-১ এ আলোচনা সভা।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পতাকা, বিজয়ের সঙ্গীতসহ এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করবে।

সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ সকল অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ১৪ ডিসেম্বর সকাল ১০টায় এবং ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় সব কটি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.