Sylhet Today 24 PRINT

সাংবাদিক ফটিকের মৃত্যুতে রাবি রিপোর্টার্স ইউনিটির শোক

রাবি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

রাজশাহীর সিনিয়র সাংবাদিক দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক ও দৈনিক ভোরেরপাতা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আনোয়ার আলম ফটিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি মর্তুজা নুর এবং সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেছেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের দাবি আদায়ের সংগ্রামে ফটিক ছিলেন আপসহীন নেতা। একজন ভালো মানুষের মধ্যে যেসব গুণাবলি থাকার কথা, ফটিকের মধ্যে সবকিছুই ছিল। ফটিক সাংবাদিকতার মানোন্নয়নে যেসব কাজ করেছেন তা মনে রাখার মতো

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হঠাৎ করে ব্রেইন স্টোক করেন এই প্রবীণ সাংবাদিক আনোয়ারুল আলম ফটিক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ দুই সপ্তাহ তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত তিনদিন আগে তাকে রামেক হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। গত বৃহস্পতিবার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.