Sylhet Today 24 PRINT

পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

শাবি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

খুলনায় পাটকল শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের এক কিলো রোড ধরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে মিলিত হয় তারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের পরিবেশ আন্দোলন ও  দূষণমুক্ত পৃথিবী গড়তে পাটের গুরুত্ব অনেক। তবে আমাদের দেশের সম্ভাবনাময় পাট শিল্প অবহেলা ও দুর্নীতির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় পাট শিল্প রক্ষা করার উদ্যোগ না নিলে একদিন তা বিলীন হয়ে যাবে।

এসময় তারা পাঠকল শ্রমিকের বকেয়া বেতন, ১১ দফা দাবি নেয়া ও মৃত শ্রমিকের দায়ভার নেয়ার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.