Sylhet Today 24 PRINT

ভিপি নূরের ওপর হামলার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ তার সমর্থকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ শুরু হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছন দিয়ে, মধুর ক্যান্টিন হয়ে প্রক্টর কার্যালয় এর সামনে অবস্থান নেয়।

এ সময় মিছিল থেকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না।

সমাবেশে ডাকসু সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাস চলতে দেওয়া হবে না। যে প্রক্টর ছাত্রদের রক্ষা করতে পারে না সন্ত্রাসের হাত থেকে। সেই প্রক্টরকে পদে থাকার কোনো বৈধতা নাই। অবিলম্বে তার পদত্যাগ করতে হবে। আমরা প্রক্টরকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। আমরা জানতে চাই আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? শিক্ষার্থীরা সমস্বরে প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

ছাত্র ফেডারেশনের জাহিদ সুজন বলেন, বুয়েটে আবরারের রক্ত শুকায়নি।

প্রসঙ্গত, রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে দুজনকে ফেলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেজুড়বৃত্তি প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.