Sylhet Today 24 PRINT

শাবিতে শহীদ আসাদ দিবস পালিত

শাবি প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২০

যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শহীদ আসাদ দিবস পালিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের সভাপতি রামকৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুপেল চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক উসমান গনি, সদস্য ওয়াসিম আকরাম। এসময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ আসাদ দিবস ছাত্র সমাজের সেইসব দিকগুলো মনে করিয়ে দেয় যেসব ছাত্রসমাজ দিকগুলো ছাত্রসমাজ ধারণ করে সাধারণ মানুষের জন্য কাজ করবে। আমরা এখন নিজেকে নিয়ে ভাবি, কিন্তু শহীদ আসাদ সেই সকল মানুষের জন্য কাজ করতেন। তিনি আমাদের জন্য প্রেরণা।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন ইস্যুকে কেন্দ্র করে টং উচ্ছেদ করে দিয়েছে।  যার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। টংগুলো হচ্ছে শিক্ষার্থীদের আড্ডা, আলোচনা, সমালোচনার জায়গা। তবে তা বন্ধ করে শিক্ষার্থীদের আড্ডার জায়গাগুলোকে সংকুচিত করছে। সমাবেশে টংগুলো পুনঃস্থাপনের দাবি জানান বক্তারা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.