Sylhet Today 24 PRINT

শাবিতে নতুন তিনটি বাসের উদ্বোধন

শাবি প্রতিনিধি  |  ২১ জানুয়ারী, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলে নতুন তিনটি বাস উদ্বাধন করা হয়েছে। বাসগুলো শিক্ষকদের যাতায়াতে ব্যবহার করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, পরিবহন সংকট দূর করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে দুটি  বাস ক্রয় করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবছর আমাদের চারটি করে নতুন বাস যুক্ত করার পরিকল্পনা আছে। শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে পরিবহনপুলে যতদিন পর্যন্ত এ সমস্যা থাকবে ততদিন পর্যন্ত ধারা চলতে থাকবে। তখন আমাদের আর কোন পরিবহন সংকট থাকবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর পরিবহন থেকে শুরু করে সব সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আশাকরি ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.