Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশন্স)’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সম্মেলনের উদ্বোধন হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে শতাধিক ডেলিগেটস অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোজাদ্দিদ আহমেদ, এমইউমুনা’র সভাপতি মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।

আয়োজকরা জানান, এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন মূলত কূটনৈতিক সম্মেলন। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘প্রমোটিং সোশ্যাল থ্রো ইকুইটেবল প্রবিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব রাইটস, রিসোর্স অ্যান্ড অ্যানিমিটিজ’। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিলেটের লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেলিগেটসরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশন্স ডেভলাপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড নেশন্স হিউম্যান রাইটস কাউন্সিল (এউএনএইচআরসি), ইউএন ওমেন (জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা) এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি) নামে পাঁচটি কমিটি আছে। প্রত্যেকটি কমিটি আলাদা এজেন্ডা নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছার মধ্য দিয়ে শনিবার (২৫ জানুয়ারি) শেষ হবে সম্মেলন।

প্রসঙ্গত, ‘এমইউ মডেল ইউনাইটেড নেশন্স’ এর যাত্রা শুরু ২০১৮ সালের সেপ্টেম্বরে। মডেল ইউনাইটেড নেশন্স হচ্ছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আদলে শিক্ষার্থীদের ছায়া জাতিসংঘ সম্মেলন। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশন্স এর যাত্রা শুরু হয়। এটি বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। বিশ্বের সিংহভাগ দেশগুলোতেই গুরুত্বের সাথে আয়োজিত হয় এই সম্মেলন। বাংলাদেশে খ্যাতনামা সকল বিশ্ববিদ্যালয়েই মডেল ইউনাইটেড নেশন্স’র কার্যক্রম রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বক্তৃতা, যোগাযোগ, নেগোশিয়েশন প্রভৃতি ক্ষেত্রে নিজেকে আরও শাণিত ও দক্ষ করে গড়ে তুলতে পারেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.