Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পিঠা উৎসবের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট শহরতলির বটেশ্বরে স্থায়ী ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। এমইউ থিয়েটার এবং এমইউ কালচারাল ক্লাব এই পিঠা উৎসবের আয়োজন করেছে।

আয়োজকরা জানান, পিঠা উৎসবের প্রথম দিনে ১০টি স্টল অংশগ্রহণ করছে। দ্বিতীয় দিনে পৃথক ১০টি স্টল থাকবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টায় শেষ হবে এই পিঠা উৎসব।

উৎসবের প্রথম দিনে লবঙ্গ লতিকা, গোলাব জাম, চন্দ্রপুলি, হৃদয়হরণ, পিঠার মেলা, পৌষালী, পৌষবৌড়ী প্রভৃতি নামের স্টল রয়েছে। এ সকল স্টলে নারিকেলের পুরি, খেজুর পিঠা, সাজ পিঠা, শাপলা পিঠা, লবঙ্গ লতিকা, সন্দেশ, ফুলঝুরি, ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের সভাপতি ড. রমা ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী প্রক্টর লোকমান আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া এমইউ থিয়েটারের সহসভাপতি তাওহীদুর রহমান, সাধারণ সম্পাদক দিপীকা মালাকার, সহ-সাধারণ সম্পাদক সাবিদ  মাহমুদ, এমইউ কালচারাল ক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সালেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.