Sylhet Today 24 PRINT

ঘুড়ি উৎসবে রঙিন মেট্রোপলিটন ইউনিভার্সিটি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২০

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে সিলেট শহরতলির বটেশ্বরে স্থায়ী ক্যাম্পাসে এমইউ সিএসই সোসাইটির উদ্যোগে এই ঘুড়ি উৎসব হয়। দেশজ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয় এ উৎসবের।

ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, সিএসই বিভাগের প্রধান ড. এএসএম ইফতেখার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ঘুড়ি উৎসবে ৫৩ জন অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৩৪ জন শিক্ষার্থী আর ১৯ জন ছিলেন শিক্ষক। উৎসবে সর্বোচ্চ ঘুড়ি কাটেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজন চন্দ্র, শেষ পর্যন্ত ঘুড়ি উড়ান বিবিএ বিভাগের নাঈম হাসান। তাদেরকে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.