Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২০

লিডিং ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মিত পূজা মণ্ডপে দেবীকে পুষ্প, বেলপত্র, ফল-মূল, মিষ্টি দ্রব্যসহ নানা উপাচারে পূজা করা হয়েছে। পরে পূজারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে দুদিন পূর্বেই পূজা মণ্ডপসহ বিশ্ববিদ্যালয় ভবনকে রকমারি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, ট্রেজারার শ্রযুক্ত বনমালী ভৌমিক, প্রোক্টর মো. রাশেদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির কনভেনার স্থপতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাস, ডেপুটি রেজিস্ট্রার মো. লুৎফর রহমান ও মো. কাওসার হাওলাদার, ডেপুটি ডিরেক্টর (অর্থ ও হিসাব) রজত কান্তী চক্রবর্তী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সুরঞ্জন দাসসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরিবারের সদস্যদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এবারের পূজায় ভক্ত, অতিথি এবং শিক্ষার্থীসহ সহস্রাধিক লোকের সমাগম হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.