Sylhet Today 24 PRINT

মুজিববর্ষে ৫ জুন এককোটি গাছ লাগাবে সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এক কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের বি ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ১০টি দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ রোপণ করতে হবে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজিদুল করিম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সায়েম, এপ্ল্যায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুসতাক আহমেদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.