Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু মেমোরিয়াল অনুমোদিত ১৫ কলেজ সরকারি হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরমধ্যে ১৫টি বেসরকারি কলেজ সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপসহ কলেজসমূহের পরিদর্শন প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।

কলেজগুলো হলো- ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারির বঙ্গবন্ধু কলেজ খরসূতী, রাজবাড়ী পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদরের ছিলাচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ ও রাজৈরের শেখ রাসেল মহাবিদ্যালয়।

এছাড়াও বাগেরহাট মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালিগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয় ও মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরা শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, বরিশাল মেহেন্দিগঞ্জের দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়, জামালপুর মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া ও শেখ কামাল কলেজ, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও জলঢাকার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয় এবং দিনাজপুরের ফুলবাড়ির বঙ্গবন্ধু কলেজ চিন্তামন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.