Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করবে জাতীয় ছাত্রদল

শাবি প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০২০

শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ মন্তব্য করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মতবিনিময়কালে বক্তারা বলেন, জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করে আসছে। ২০১০ সালের পর থেকে আমরা শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক দাবি  নিয়ে আন্দোলন করলে আমরা তাদের পাশে থাকবো। আমরা চাই শিক্ষার্থীরা যেনো তাদের অধিকার ফিরে পায়।  

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দীনবন্ধু চন্দ্র সরকার, সহসভাপতি সৌরভ চন্দ্র ঘোষ, অমৃত রায়, রুপেল চাকমা, সাধারণ সম্পাদক উসমান গনি, সহসাধারণ সম্পাদক এএসএম রবিউল আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শিবানন্দ হাজং, প্রচার সম্পাদক মিলন বিশ্বাস, পাঠচক্র সম্পাদক ওয়াশিম মাহমুদ শামস, সদস্য শুভ্রদেব হাজং, রনি হাজং, রামকৃষ্ণ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.