Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে দুটি ভবনের নামফলক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২০

লিডিং ইউনিভার্সিটির দুটি ভবনের নামফলক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের নাম ফলক উন্মোচন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রথম ভবনটির নামকরণ করা হয় 'দানবীর ড. সৈয়দ রাগীব আলী ভবন' এবং দ্বিতীয় ভবনটির নামকরণ করা হয় 'মহীয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী ভবন'। ভবন দুটির নকশা প্রণয়ন করেন লিডিং ইউনিভার্সিটির স্থপতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ।

ফলক উন্মোচন অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.