Sylhet Today 24 PRINT

ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে: শাবিতে মেয়র আরিফ

শাবি প্রতিনিধি |  ২৯ ফেব্রুয়ারী, ২০২০

বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাবিতে আয়োজিত তিন দিনব্যাপী সেন্টার ফর রিচার্স টেস্টিং কনসালটেন্সি (সিটিআরটিসি) ক্লায়েন্ট সামিট-২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শাবির সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই ক্লায়েন্ট সামিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র আরিফুল ইসলাম বলেন, ভূমিকম্পের দিক দিয়ে সিলেট অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় ঝুঁকিপূর্ণ। আমাদের অঞ্চলের বেশির ভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। তাই যেকোনো ধরণের উন্নয়নের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের উচিত প্রতিটি বিভাগকে সাথে নিয়ে কাজ করা। মুজিববর্ষে আমাদের প্রতিটি কাজকে টেকসই করে করার পরিকল্পনা নিতে হবে।

অনুষ্ঠানে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিআরটিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অ্যাপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জাপান ইন্সটিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন এন্ড আরবান সেফটি (জিডপাস) এর পরিচালক অধ্যাপক ড. রাকিব আহসান, সিটিআরটিসি শাবিপ্রবির পরিচালক অধ্যাপক ড. মো. জহির বিন আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরটিসি ক্লায়েন্ট সামিট-২০২০ এর আহবায়ক অধ্যাপক ড. ইমরান কবীর।

এছাড়া বছরব্যাপী সিটিআরটিসির বিভিন্ন টেস্টিং এর সর্বোচ্চ সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.