Sylhet Today 24 PRINT

শিক্ষাবিদ জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২০

ইন্সটিটিউট অব বিজনেস এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইবিআইটি)-এর সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।

বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এই শোক বার্তা প্রদান করেন।

শোক বার্তায় তৌফিক চৌধুরী বলেন, জুবায়ের সিদ্দিকী মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন সুহৃদ ছিলেন। সিলেটের শিক্ষা ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী ১৯৯৯ সালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে চলে যান আমেরিকায়। ২০০০ সাল দেশে ফিরে শিক্ষকতা জীবন শুরু করেন নগরীর জিন্দাবাজারের আল হামরাস্থ সুনামধন্য প্রতিষ্ঠান আইবিআইটি-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে, যা পরে ২০০৩ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আইবিআইটি থেকে পরে তিনি স্কলার্সহোম-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.