সিলেটটুডে ডেস্ক | ২৮ মার্চ, ২০২০
লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলছে।
শনিবার (২৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
আলোচনায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষকগণ জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান এবং পাঠগ্রহণ বর্তমান সময়োপযোগী।