Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণে উপস্থিতি ৮০ শতাংশ

এলইউ প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটি ২৩ মার্চ থেকে দূরশিক্ষণ শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিষয়ে অগ্রগতি জানতে সোমবার (৬ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

এতে শিক্ষকগণ জানান, শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়েই দূরশিক্ষণ শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন কোর্সে উপস্থিতির সংখ্যা ৬০ থেকে ৮০ ভাগ। তারা Zoom, Google classroom সহ বিভিন্নভাবে এ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বৈশ্বিক এই দুর্যোগ মূহুর্তে সকলের মিলিত প্রচেষ্টায় দূরশিক্ষণ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ায় লিডিং ইউনিভার্সিটির সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন ড. রাগীব আলী।

এ শিক্ষাকার্যক্রমের মাননির্নয়নের জন‍্য ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য বনমালী ভৌমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.