Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ডিজিটাল ‘নববর্ষ-আড্ডা’ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিকের উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের পরিরারকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘নববর্ষ- আড্ডা’।

মঙ্গলবার ( ১৪ এপ্রিল) বেলা ১২টায় শুরু হয়ে নামাজের বিরতি রেখে এ আড্ডা চলে বিকাল ৩টা পর্যন্ত।

নববর্ষ আড্ডায় সূচনা বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগিব আলী। এতে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাইসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মানফাত জাবিন হকের ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে শুরু হয়ে আড্ডা। আড্ডায় গান পরিবেশন করেন উপাচার্য মহোদয়ের সহধর্মীনি মিসেস রাখী ভৌমিক।

এতে নববর্ষের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন এবং রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম পিএসসি, স্থাপত্য বিভাগের উপদেষ্টা প্রফেসর জেরিনা হোসেন, ইইই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম এস রহমান পীর, ট্যুরিজম এন্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. ফজলে এলাহি মামুন প্রমুখ।

ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদারের উপস্থাপনায় নববর্ষ আড্ডায় কবিতা ও গান পরিবেশন করেন উপাচার্য বনমালী ভৌমিক, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুম্পা শারমিন, ব‍্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার আহমেদ আরিফ, রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, ইংরেজি বিভাগের প্রভাষক আবু সাইদ মো. নাহিদ, সিএসই বিভাগের প্রভাষক কাজী জাহিদ হাসান, কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.