Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে চালু হচ্ছে অনলাইনে পাঠদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ মে, ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনলাইনে পাঠদান শুরু করছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেখানে জানানো হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে খুব দ্রুত সময়ের মধ্যেই এ অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু।

গত শনিবার ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় প্রধানগনের সাথে এবং  ৩ এপ্রিল বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ে গঠিত কমিটি এবং এডমিশন কমিটির সদস্যবৃন্দের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টি অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষকবৃন্দ ইতোমধ্যে নিজ নিজ কোর্সের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে নির্ধারিত ক্লাস রুটিন অনুসারে অনলাইন ক্লাস নেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষার্থীরা তাদের বাড়িতে থেকে রুটিন অনুসারে ক্লাসে অংশ নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.