Sylhet Today 24 PRINT

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খেলেন ছাত্রলীগ কর্মী, বহিষ্কারের সুপারিশ

শাবি প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্রলীগকর্মী সাখাওয়াত হোসেন পরীক্ষা কক্ষে নকল করার সময় হাতেনাতে ধরা পড়েছেন। নকলসহ ধরার পর তাকে বহিস্কারের সুপারিশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। সাখাওয়াত নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিভাগের ৩/২ ব্যাচের এএনপি-৩৬৫ কোর্সের পরীক্ষা দিতে যান সাখাওয়াত। এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা তাকে নকল সহ হাতেনাতে ধরেন।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান এ.কে.এম মাযহারুল ইসলাম জানান, সাখাওয়াত নামের এক শিক্ষার্থী ৩/২ ব্যাচের একটি কোর্সে পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তপত্র এবং নকল সংযুক্ত করে কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। তারা এখন ব্যাবস্থা নিবে।

তবে নকলের বিষয়টি অস্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, এটি নকল ছিলো না। সামান্য একটুু ভুল বোঝাবুঝির সৃস্টি হয়েছে মাত্র।

এ বিষয়ে শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, পরীক্ষায় কেউ যদি অসদুপায় অবলম্বন করে থাকে তবে প্রশাসনের উচিৎ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া। ছাত্রলীগ মেধাবী শিক্ষার্থীদের সংগঠন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোন অন্যায়কে কখনই প্রশ্রয় দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.