Sylhet Today 24 PRINT

সকল ভিসা সার্ভিস চালু করলো নেপাল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় এক মাস সকল কার্যক্রম বন্ধ রাখার পর রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে নেপালের ইমিগ্রেশন বিভাগ। ওই বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে নেপালের ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থানরত বিদেশিরাই মূলত উপকৃত হবেন।

বিজ্ঞাপন

রাম চন্দ্র তিওয়ারি জানান, বিমানবন্দরে বিদেশিদের জন্য এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।

বিভাগটি আরও বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশিদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদের ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.