Sylhet Today 24 PRINT

‘সুন্দরবন, সুন্দর মন কেউই যেন সুন্দরহীণ না হয়’

কামরুন্নাহার মুন্নী  |  ০৩ আগস্ট, ২০১৬

চোখটা বন্ধ করলেই সবুজ আর সবুজ, অন্ধকার সবুজ, হালকা সবুজ, বাঘ মামার রাগী রাগী চেহারা এবং আভিজাতিক হুংকার, হরিণের নিঃশ্বাস বন্ধ করা দৌড়, পাখিদের ডানা ঝাপটাবার বিচিত্র শব্দ, রাত্রিচরদের রাতের আধারে টুকটুক হেঁটে চলা, আয়েশি ঘুরে বেড়ানো...

মৌয়ালদের মধু সংগ্রহ, জীবিকার্জন, বেঁচে থাকার ছন্দ, গোলপাতার ছাওয়া ঘরের নিচে শুয়ে বাড়ির কর্তা, তাঁর বুকজুড়ে আগামীর সুন্দর স্বপ্ন। সুন্দরী গাছের যৌবনোদয় সূর্য যেন আজন্ম উদীয়মান, গরান, কেওড়া গাছগুলোর ফাঁকে যেন গোটা বাংলার নিঃশ্বাসের উপাখ্যান।

বনের পাশ ঘেঁষে ছোট্ট সেলো মেশিনের ট্রলার যাচ্ছে, হাসিমুখে বসে আছেন দেশের প্রখ্যাত লেখক, ছইয়ে ক্যামেরায় চোখ দিয়ে ভুবনখ্যাত চিত্রগ্রাহক, মাঝখানে মুগ্ধ চোখে অপলক তাকিয়ে সবার প্রিয় রাজনীতিবিদ, কোণাটায় বসে বায়তুল মোকাররম মসজিদের ঈমাম, পাশেই হাসিহাসি মুখ নিয়ে বসা এক বিদেশিনী(যার আনাড়িপনা শুন্ধরভণ)... তাঁদের সম্মিলিত যাত্রা সুন্দরবনের সৌন্দর্য উপভোগের।

..... দুরে আরেকটা ট্রলার সম্ভবত কোন বনভোজন দল, ওদের উচ্ছ্বাস যেন গোটা বনটাকে উচ্ছ্বসিত করে দিলো....আমার মুখেও মুচকি হাসি.... চোখটা খোলার পর দেখলাম বাঘ মামা, হরিণের মায়াভরা চোখগুলোতে শোকের ছায়া... সুন্দরী গাছটার বয়সটা যেন হুট করে বেড়ে গেলো, গোলপাতার ছাওয়া ঘরটাতে দীর্ঘশ্বাস, কেওড়া আর গরানের ফাঁকে যেন বিনাশের অশনি সংকেত।

মৌয়ালদের আআত্মহত্যার সিদ্ধান্ত, রাত্রিচরদের ঘুমঘুম চোখ, পাখিদের ডানায় তীব্র বিষাদের অস্তিত্ব.. ট্রলার যাচ্ছে, সবাই কেমন বিমর্ষ, ক্যামেরাটা দুরে পড়ে, বিদেশিনী বোধহয় চিনতে পারছে না(দ্বীধান্বিত) ঠিক জায়গায় এসেছে... এখানেই নিঃশ্বাস, সৌন্দর্য, আবেগ, অহংকার, গর্ব, ঐতিহ্য, ভালোবাসা, টিকে থাকা..।

বিঃদ্রঃ বলবেন নিছক আবেগের কথা, হেসে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। আমি বাংলাদেশের নাগরিক, সংবিধান অনুচ্ছেদ অনু্যায়ী আমার কতোটুকু অংশ এসব বলতে আসিনি। বলতে এসেছি একটা একটা মানুষ (যারা আদর্শিক মশাল জ্বেলে রেখেছে, যারা স্বার্থোদ্ধত নয়), ধরে জিজ্ঞেস করুন বিদ্যুৎ চাই নাকি সুন্দরবন!! ওরা বলবে "আজন্ম অন্ধকারে থাকলেও, সুন্দরবন সুন্দর থাকুক"।

হয়তো গবেষনা কিংবা আরোও উচ্চতর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে (সুন্দরবন ই কেন!!) বিদ্যুৎ কেন্দ্রটা অন্যকোথাও না কেন!! আমাদের জন্যই যদি হয়, তবে কেন আমাদের মতটা একবার নেয়া হবেনা!! দেখেন কেমন কাঁদছি.... বাংলাদেশের মানুষ ভীষণ আবেগী,, আমাদের মুক্তিযুদ্ধটাতেও সাধারণ মানুষের আবেগ জড়িত ছিলো(ভুলে যাবেন না)... সুন্দরবন, সুন্দর মন কেউই যেন সুন্দরহীণ না হয়...

 

এ বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। sylhettoday24.com-এর সম্পাদকীয় নীতির সঙ্গে যার মিল আছে এমন সিদ্ধান্তে আসার কোন যৌক্তিকতা সর্বক্ষেত্রে নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে sylhettoday24.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.