Sylhet Today 24 PRINT

তবু ছুঁয়ে যাক ঈদের আনন্দ

মো. আব্দুল মতিন |  ২৫ জুন, ২০১৭

ছবি: সংগৃহীত

অভিজাত মহলের শপিংমলে, মধ্যবিত্তের বাজারে -দোকানে, নিম্নবিত্তের ফুটপাতের পসারে কেনাকাটার ধুম পড়েছে। শহর ছেড়ে গ্রামের মেঠো পথে হাঁটার প্রতিক্ষা, প্রিয়জনের সান্নিধ্য লাভের শিকড়ের টান আজ প্রবল হয়েছে প্রান্তিক জনের; অভাবের তাড়নায়, প্রতিকূলতায় গ্রাম ছেড়ে শহরে যাওয়ার দু:খের গল্প আজ মনে করার সময় হাতে নেই বাসটার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাটে অগণন মানুষের ভিড়; পথিমধ্যে যে কোন দুর্ঘটনায় আনন্দ আটকা পড়ার আশংকা আজ তুচ্ছ।

অব্যক্ত কষ্টের মধ্যে সীমাহীন আনন্দধারা হৃদয়ে আজ বহমান। এই অতুলনীয় আনন্দধারাই ঈদআনন্দ।

এবার প্রায় দেড় লক্ষাধিক মানুষ ভারত সহ বিভিন্ন দেশে কেনাকাটা করতে গেছেন; হাজারো পরিবার দেশীয় ঈদ আনন্দকে তুচ্ছ করে বালি দ্বীপ সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন দেশে ঈদ করবেন। দেশের রাজধানী ফাঁকা  হতে শুরু করেছে।

ধনীরা রোজা না রাখতে পারার কাফফারা মিটানোর হিসেব নিয়ে যখন ব্যস্ত; দিনমজুর খেটে খাওয়া মানুষ রোজা রাখতে না পারার সাজা ঈদের  জামাতে কেমন হবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত! অনেকে দেশে থেকে সৌদি আরবের সময়ের সাথে তাল মিলিয়ে আগের দিনই ঈদ সেরেছেন।  তারা দেশের ধর্ম মন্ত্রণালয়,চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ধার ধারেন না!  

সরকারি চাকুরীজীবীরা পেয়েছেন পূর্ণ ঈদ-বোনাস, বেসরকারি চাকুরীজীবীরা পেয়েছেন আংশিক ঈদ-বোনাস। কেউ ঈদের জামাতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, অনেকে ঈদ জামাতের বাইরে ফিতরার লাইনে জায়গা পাওয়া নিয়ে যুদ্ধে ব্যস্ত থাকবেন।  

হাওরে ফসলহারা, বন্যাকবলিত, ঘূর্ণিঝড় আক্রান্ত জনপদে রমজানে অন্ন কষ্ট, ঈদে শিশুদের নতুন পোশাক আর ভাল খাবারের বায়নার অতৃপ্তির আর্তনাদে তবুও থেমে থাকবেনা মানুষের জীবন!

নূহ (আ.)-এর আমলের সেই মহাপ্রলয়েও নিঃশেষ হয়নি মানুষ। দেশে ১৬ কোটি ১৭লাখ ৫০ হাজার মানুষের ভিড়ে, ২ কোটি ৬০ লাখ অপুষ্টিতে ভোগা মানুষ আর ২৬ লাখ বেকারের মধ্যে ঈদ আসুক আনন্দের বার্তা নিয়ে।

ঈদের আনন্দ তবু ছুঁয়ে যাক সবাইকে।

ঈদ মোবারক।

  • মো. আব্দুল মতিন: প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শাহজালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.