Sylhet Today 24 PRINT

আদর্শ ও মূল্যবোধ নিয়ে শিশুরা পৃথিবীকে গড়ে তুলবে: তৌফিক এলাহী

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০১৭

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক -ই এলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, আদর্শ ও মূল্যবোধ নিয়ে শিশুরা পৃথিবীকে অন্যভাবে গড়ে তুলবে। শিশুরা পৃথিবীকে অন্যভাবে দেখে বলেই সুন্দরভাবে বেঁচে থাকার অনুপ্রেরণায় দেশ ও মানুষের আগামীর আবাসস্থল তারা সুন্দর ভাবে গড়ে উঠবে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, চিত্রশিল্পী প্রফেসর সমরজিত রায় চৌধুরী ও প্রফেসর সৈয়দ আবুল বারেক আলভী।

আলোচনা পর্বের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের হাতে চকলেট তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.