Sylhet Today 24 PRINT

হুমায়ূন কবির নাহিদ: গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ

এমদাদ রহমান |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

হুমায়ূন কবির চৌধুরী নাহিদ।  একজন সাহসী তরুণ।  যার রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে পেয়েছিলাম আমাদের ভোটাধিকার।

১৯৯৬ সেলের ১৫ ফেব্রুয়ারি।  ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের আয়োজন করেছিলো ক্ষমতাসীন বিএনপি।  একদলীয় এই নির্বাচন প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে সেদিন মাঠে নেমিছিলো আওয়ামী লীগ।  এই নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিয়ানীবাজার উপজেলার চরখাইয়ে পল্লিশাসন প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের বুলেটের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান তৎকালীন বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্রলীগ কর্মী টগবগে তরুণ নাহিদ।

আমার পরিষ্কার মনে আছে- সেদিন আমার ইউনিয়নের ছাত্রলীগের অগ্রজরা যখন দলবেঁধে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সেন্টারে ভোট প্রতিহত করে, আমাদের বহরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারের ভোটবাক্স ছিনিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলেন আমরা ছোটরা সেই ভোটবাক্সগুলো মাথায় নিয়ে গ্রামের একটি পুকুরে ফেলে দিয়েছিলাম।

সন্ধ্যায় নাহিদের মৃত্যুর খবর জানতে পারলাম।   শোকের ছায়া নেমে এলো চরিদিকে।

সেদিন দেখেছি আমাদের প্রিয় ছাত্রলীগের ভাইয়েরা আর্মি-পুলিশের ধাওয়া খেয়ে জীবনের চরম ঝুঁকির মুখে স্বৈরাচারী খালেদা জিয়ার একদলীয় নির্বাচন প্রতিহত করেছিলো।  

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হুমায়ূন কবির চৌধুরী নাহিদদের আত্মত্যাগ আমাদের রাজনীতির সাহস ও অনুপ্রেরণা।  নাহিদরা মরে না, ওরা বেঁচে থাকে সংগ্রাম-বিপ্লবের অনুপ্রেরণা হয়ে।

আজকের এই দিনে শহীদ নাহিদের আত্মার শান্তি কামনা করছি।
আমিন।

লেখক: রাজনৈতিক কর্মী, সাবেক ছাত্রনেতা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.