Sylhet Today 24 PRINT

করোনাযুদ্ধ জিততে ঘর ছেড়েছি

ডা. ফয়ছল আহমদ মুহিন |  ০৭ এপ্রিল, ২০২০

বিশ্ব আজ ভয়াবহ সংকটে। দিশেহারা অবস্থা। করোনাভাইরাসের ভয়াল গ্রাসে আক্রান্ত হচ্ছে মানুষ আর মৃতের সংখ্যা ক্রমশই বেড়েই চলছে। চারদিকে মানুষের বেঁচে থাকার আর্তনাদ আর চাপা কান্না।

বাংলাদেশেও ধীরে ধীরে বাড়ছে করোনাআক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যু। এ অবস্থায় কিছু প্রশ্ন সা্মনে এসে যায়-

উন্নত বিশ্বই যেখানে হিমশিম খাচ্ছে সে অবস্থায় ক্ষুদ্র সামর্থের দেশ হিসাবে আমরা কি পারব করোনাকে পরাজিত করতে?

আমরা কি পারব ২ লক্ষ ভাসমান আর ৬ লক্ষ গরীব আসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে?

আমরা কি পারব এ রকম আপর্যাপ্ত পরিমান ঢাল তলোয়ার (পিপিই, মাক্স, গ্লাভস ইত্যাদি) দিয়ে আমাদের করোনা যুদ্ধাদের (চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী) করোনার ময়দানে ধরে রাখতে?

যখন এইগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি তখন কোনো উত্তর খোঁজে পাই না।  বিজ্ঞান চিকিৎসাশাস্ত্রনিয়ে যাদের নিন্তর গবেষণা তারাও একটি ভাইরাসের সাথে পেরে উঠছে না।

ফলে এরকম সময়ে একমাত্র সৃষ্টিকর্তার কৃপা ছাড়া আমাদের আর বাঁচার উপায় কী? সবমিলিয়ে সামনে অনেক দুর্ভোগই পোহাতে হবে মনে হচ্ছে।

তাই সমাজের রাজনীবীদ ও সম্পদশালীব্যাক্তিদের কাছে আমার ব্যাক্তিগত অনুরোধ ও আকুল আবেদন,
আপনারা আপনাদের সম্পদ নিয়ে বসে থাকবে না, এখনই সময় সাধ্যমত বিলিয়ে দিন তা না হলে দেশের অর্থনীতির মেরুদণ্ডও ভেঙ্গে যাবে।

মনে রাখবেন এত সহজে কিন্তু বর্ডার খুলবে না এবং মানুষের পেটের ক্ষুধা কিন্তু মৃত্যুকেও ভয় করে না।

ব্যাবসায়িকদের কাছে আমার অনুরোধ, আপনারা ব্যাবসায়িক মুনাফার কথা ভুলে যান। গণমাধ্যমের ব্যক্তিদের কাছে অনুরোধ, যা দেশ ও জাতির জন্য মঙ্গল জনক হবে শুধু তাই তুলে ধরুন।

সর্বপোরী ১৮ কোটি মানুষের প্রতি আমার আকুল আবেদন, আপনারা ধৈর্য হারাবেন না, মনে রাখবেন '৫২ এবং '৭১-এ আমরা জয়ই হয়েছিলাম।

যার যার সাধ্যমত সংকট মোকাবেলা করুন এবং সরকারি আদেশ পালন করুন, নিজের বিবেককে জাগ্রত রাখুন এখন আত্মসমালোচনার সময় নয়।

আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ দেশ, জাতি এবং আপনার, আমার পরিবারের স্বার্থে কঠোর হতে দ্বিধাবোধ করবেন না। সমাজের স্থিতিশীলতা, চেইন অব কমান্ড ঠিক রাখতে হলে আপনাদের এবং আমাদেরই শক্ত হাতে হাল ধরতে হবে।

আমি আমার অবস্হান থেকে করোনার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। গত ২৯ মার্চ, অশ্রুশিক্ত নয়নে শেষবারের মত ৫ বছরের ছেলেকে হাত বুলিয়ে পরিবারের মায়া ত্যাগ করে বর্তমানে করোনা ময়দানে আছি, থাকব।

ইনশাআল্লাহ যুদ্ধ জয় করে বাড়ি ফিরব।

পরিশেষে আসুন শপথ নিয়ে বলি- আমি, আপনি, আমরা এই দেশে কে ইতালি, স্পেন, আমেরিকার মত মৃতুপুরী হতে দিব না, দিব না, দিব না। ইনশাআল্লাহ্।

সবাই যার যার অবস্থান থেকে এই লক্ষ্যে কাজ করে গেলেই আমরা সফল হবো।

 

  • ডা. ফয়ছল আহমদ মুহিন: এমবিবিএস, এমএস (থিসিস পর্ব) অর্থোপেড্রিক সার্জারি, পঙ্গু হাসপাতাল (নিটোর), ঢাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.