Sylhet Today 24 PRINT

মৌলিক দুই গান গেয়েছেন নোবেল, ❛গান শেখাবেন❜ লিজেন্ডদের

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২০

ভারতীয় একটি চ্যানেলে সারেগামাপা রিয়েলিটি শো’তে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন উঠতি সংগীতশিল্পী মঈনুল আহসান নোবেল। সে সময় দুই বাংলার দর্শক শ্রোতাদের কাছেই পরিচিতি পান তিনি। তবে তার উগ্র মন্তব্য ও অহমিকার জন্য হয়েছেন সমালোচিতও। তাই বহুদিন ধরেই আলোচনার বাইরে নোবেল। মৌলিক গান গেয়েছেন মাত্র দুটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার হুট করে এলেন আলোচনায়। সেটাও ইতিবাচকভাবে নয়। দেশের লিজেন্ড শিল্পীদের ছোট করে মন্তব্য করে সমালোচনার শিকার হলেন আবারও।

দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়ে নোবেল তার ফেসবুক ওয়ালে লিখলেন, ‌‌'বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লিজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।'

নোবেলের এ মন্তব্যের অর্থ বোঝায় কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন তিনি।

নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, 'দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর - অনুপম রায় (National Award winner), আগুনপাখি - শান্তনু মৈত্র (National Award winner)'

নোবেল বলেন, তোমাদের লিজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লিজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.