Sylhet Today 24 PRINT

ঈদের দিনে টেলিভিশন চ্যানেলগুলোর যত আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২০

করোনাভাইরাসের সময়ে এবার এসেছে ঈদুল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা ঈদ অনুষ্ঠানের।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিভিশন
দুপুর ১২:১৫ মিনিটে জাদুটা যদি সত্যি হয়ে যেত; শিল্পী: সামিনা চৌধুরী। বেলা ২:২০মিনিটে এ বাঁধন যাবে না ছিঁড়ে। বিকেল ৫:৩০ মিনিটে পাপেট শো। রাত ৮:৩০ মিনিটে নাটক মুনিয়া এসেছিল। ৯:৩০ মিনিটে ছায়াছন্দ এবং ১০:২০ মিনিটে আনন্দমেলা।

চ্যানেল আই
সকাল ১০:১৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কৃষ্ণপক্ষ; অভিনয়- মাহিয়া মাহি, রিয়াজ, তানিয়া আহমেদ। বেলা ২:৩০ মিনিটে টেলিছবি আয়েশা; অভিনয়- চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। বিকেল ৪:৩০ মিনিটে টেলিছবি লাইট হাউজ, অভিনয়- জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম।

৫:৪০ মিনিটে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬:১০ মিনিটে ধারাবাহিক নাটক রেখা (ঈদের তিন দিনই); অভিনয়- আফজাল হোসেন, অপি করিম। ৭:৪০ মিনিটে নাটক রুদ্র আসবে বলে; অভিনয়- অপূর্ব, মেহজাবীন চৌধুরী। রাত ৯:৩৫ মিনিটে নাটক তালপাতার সেপাই; অভিনয়- চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ১১:৪৫ মিনিটে নাটক অমিত্রাক্ষর; অভিনয়- মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৯ টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের স্বামী; অভিনয়-শাকিব খান, শাবনূর, নিপুণ। সন্ধ্যা ৭:৩০ মিনিটে টেলিছবি এখানে তো কোনো ভুল ছিল না; অভিনয়- মোশাররফ করিম, তানজিকা আমিন। রাত ৯ টায় নাটক নীল মেঘের কাব্য; অভিনয়- নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বির।

রাত ১০:৩০ মিনিটে ধারাবাহিক নাটক গোয়েন্দা নুরু (দেখুন ঈদের তিন দিনই); অভিনয়- জাহিদ হাসান, মম প্রমুখ। রাত ১১টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চোরাবালি, অভিনয়- ইন্দ্রনীল, জয়া আহসান।

দীপ্ত টিভি
বেলা ১টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অবতার; অভিনয়- মাহিয়া মাহি, জে এইচ রুশো, আমিন খান। বিকেল ৪টায় টেলিছবি পলাতক প্রেম; অভিনয়- ইরেশ জাকের, প্রভা, সৈয়দ হাসান ইমাম, সাঈদ বাবু, নোভা। বিকেল ৫:৩০ মিনিটে ট্রাভেল শো: এলিজা’স ট্রাভেল ডায়েরি। সন্ধ্যা ৬টায় নাটক স্বপ্নভ্রষ্ট, অভিনয়- অপূর্ব, ইরফান সাজ্জাদ, তারিক আনাম খান।

সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক সুন্দর আলীর অপেরা (ঈদের তিন দিনই); অভিনয়- চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। রাত ৮:৩০ মিনিটে ইগো ভার্সেস লাভ; অভিনয়- ইরফান সাজ্জাদ, নাবিলা বিনতে ইসলাম। রাত ৯:৩০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাগজের পাখি; অভিনয়- শ্যামল মাওলা, নেহা নিশাত। ১১টায় নাটক স্মৃতিভ্রম; অভিনয়- অপূর্ব, ইরফান সাজ্জাদ, পারসা ইভানা, নোভা।

দেশ টিভি
সকাল ১০টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নের নায়ক; অভিনয়- সালমান শাহ, শাবনূর। বেলা ২:৩০ মিনিটে তুমি স্বপ্ন তুমি সাধনা; অভিনয়- শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক তিনি আমাদের বকর ভাই (ঈদের তিন দিনই); অভিনয়- আরফান নিশো, মেহজাবীন।

৭:৪৫ মিনিটে নাটক ইয়েস; অভিনয়- নিশো, শখ। রাত ৯টায় নাটক বাঘবন্দি: দ্য মাইন্ড গেইম; অভিনয়- আসাদুজ্জামান নূর, আলী যাকের, মেহজাবীন।

৯-৪৫ মিনিটে নাটক বিশু পাগলা গাছের আগায়; অভিনয়- মিশু সাব্বির, অপর্ণা। ১১:৪৫ মিনিটে টেলিছবি ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ; অভিনয়- পার্থ বড়ুয়া, সামিয়া।

বাংলাভিশন
সকাল ১০:০৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফুল অ্যান্ড ফাইনাল;অভিনয়- শাকিব খান, ববি প্রমুখ। বেলা ২:৪৫ মিনিটে চলচ্চিত্র একবার বলো ভালোবাসি; অভিনয়- শাকিব খান, অপু বিশ্বাস, তমা, মিশা সওদাগর। বিকেল ৫:৩০ মিনিটে নাটক এরেঞ্জ লাভ, অভিনয়- অপূর্ব, তানজিন তিশা।

সন্ধ্যা ৬:৩৫ মিনিটে নাটক দেবদাস ও জুলিয়েট; অভিনয়- আফরান নিশো, তাসনিয়া ফারিন। ৭:৪৫ মিনিটে নাটক ভাইরাল মাসুদ; অভিনয়- মোশাররফ করিম, তাহসিন। রাত ৮:৪০ মিনিটে ধারাবাহিক নাটক ওহ মাই গড (ঈদের তিন দিনই); অভিনয়- সালাহউদ্দিন লাভলু, সাফা কবির, তৌসিফ মাহবুব।

৯:০৫ মিনিটে নাটক লাভ অর ব্রেকআপ; অভিনয়- অপূর্ব, তানজিন তিশা। ৯:৫৫ মিনিটে ধারাবাহিক নাটক সিরাজগঞ্জের ছেলে (ঈদের তিন দিনই), কিশোরগঞ্জের মেয়ে; অভিনয়- জাহিদ হাসান, মম। ১০:৫৫ মিনিটে ধারাবাহিক নাটক সদা সত্য বলিব ( ঈদের তিন দিনই); অভিনয়- মোশাররফ করিম, নাদিয়া, মারজুক রাসেল, জুঁই করিম। ১১:৩০ মিনিটে নাটক উপহার; অভিনয়- আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।

এটিএন বাংলা
সকাল ১০:৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সিটি টেরর; অভিনয়- মান্না, পপি, শাকিব খান। বেলা ৩টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আরো ভালবাসবো তোমায়; অভিনয়- শাকিব, পরীমনি, চম্পা। সন্ধ্যা ৬টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। ৭:৪০ মিনিটে ধারাবাহিক নাটক অবশেষে ফিরে এলে (ঈদের তিন দিনই); অভিনয়: অপূর্ব, পপি, নাজিরা মৌ, জনি প্রমুখ।

রাত ৮:২০ মিনিটে হানিফ সংকেতের নাটক দূরত্বের গুরুত্ব; অভিনয়- আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, সাঈদ বাবু, ছন্দা, স্বাগতা ও শামীম। ৯:২০ মিনিটে ধারাবাহিক নাটক আনন্দ ভ্রমণ (ঈদের তিন দিনই); অভিনয়- আ খ ম হাসান, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ১০:৩০ মিনিটে ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মনের কথা’। ১১:৩০ মিনিটে টেলিছবি পত্রমিতালী; অভিনয়- চঞ্চল, আলভী।

বিজ্ঞাপন

নাগরিক টিভি
বেলা ১১টায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, অভিনয়- সালমান শাহ, শাবনূর। রাত ৯:৩০ মিনিটে ধারাবাহিক নাটক বাসর রাত; স্বপ্নযাত্রা (দেখুন ঈদের তিন দিনই)। অভিনয়- প্রভা, মনোজ প্রামাণিক প্রমুখ। ১০:৫০ মিনিটে হলিউডের ছবি স্পাইডারম্যান।

দুরন্ত টিভি
রাত ১০টায় কার্টুন ছবি অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস মিট ফ্রাঙ্কেনস্টাইন। এ ছাড়া ঈদের ৩ দিনই ‘দুষ্টু মিষ্টি ঈদ আড্ডা’, ‘খাট্টা মিঠা’, ‘ট্রি ফু টম’ ও ‘দ্য জাঙ্গল বুক’-এর মজার মজার পর্ব প্রচারিত হবে।

এনটিভি
সকাল ১০:০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সে আমার মন কেড়েছে; অভিনয়- শাকিব খান, তিন্নি। বিকেল ৫:১৫ মিনিটে আকাশের যত তারা। রাত ৮:০৫ মিনিটে নাটক রাত প্রহরী ফুলন দেবী; অভিনয়- মোশাররফ করিম, প্রিয়ম। ৯:৩০ মিনিটে নাটক ভালোবাসি তুমি আমি; অভিনয়- অপূর্ব, তানজিন তিশা প্রমুখ। ১১:১০ মিনিটে নাটক সে ভালোবেসেছিল; অভিনয়- অপূর্ব, মেহ্জাবীন প্রমুখ।

আরটিভি
সকাল ১০:১০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকার কিং; অভিনয়-শাকিব খান। বেলা ২:১০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হৃদয়ের কথা; অভিনয়- রিয়াজ, পূর্ণিমা। সন্ধ্যা ৬টা ধারাবাহিক নাটক বড়মিয়া ছোট মিয়া ( ঈদের তিন দিনই); অভিনয়- আ খ ম হাসান, সারিকা, শামীম জামান। ৭:১০ মিনিটে নাটক অন্তহীন ভাবনা; অভিনয়- আফরান নিশো, শবনম ফারিয়া।

রাত ৮টা নাটক কাপল টিকিট; অভিনয়- জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, সাজু খাদেম। ৯টায় নাটক অবাক প্রেম; অভিনয়- অপূর্ব, মেহ্জাবীন। ১০টা নাটক ঈদ মোবারক; অভিনয়- মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা। ১১:১০ মিনিটে ধারাবাহিক নাটক ইসকান্দার শাহ একজন সুপারস্টার (ঈদের তিন দিনই); অভিনয়- জাহিদ হাসান, নীলাঞ্জনা নীলা প্রমুখ। ১১:৩৫ মিনিটে নাটক করোনার দিনগুলিতে প্রেম; অভিনয়ে- তৌসিফ মাহবুব, সাফা কবির।

বিজ্ঞাপন

বৈশাখী টেলিভিশন
বেলা ২:২০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তুমি আমার মনের মানুষ; অভিনয়- শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৭:৩০ মিনিটে ধারাবাহিক নাটক দ্য জেন্টলম্যান; অভিনয়- জাহিদ হাসান, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আইরিন, আরফান আহমেদ। রাত ৮:১০ মিনিটে নাটক ব্ল্যাঙ্ক চেক; অভিনয়- সজল, তমালিকা কর্মকার। ৯:২০ মিনিটে ধারাবাহিক নাটক লাকী ভাই লিমিটেড (দেখুন ঈদের তিন দিনই); অভিনয়- তারিক আনাম খান, প্রভা, নাঈম।

১০:৩০ মিনিটে ধারাবাহিক নাটক সৌদি জামাই (ঈদের তিন দিনই); অভিনয়- রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, আলভী, নাদিয়া আহমেদ। ১১:০৫ মিনিটে ধারাবাহিক নাটক জামাই বাজার (ঈদের তিন দিনই); অভিনয়: রাশেদ সীমান্ত, অহনা, তানিয়া বৃষ্টি। ১১:৩৫ মিনিটে নাটক হাইপ্রেশার-২; অভিনয়- মোশাররফ করিম, নাজিরা মৌ, নাদিয়া আহমেদ।

একুশে টিভি
বেলা ২:৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এক টাকার দেনমোহর; অভিনয়- শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৬:২০ মিনিটে ধারাবাহিক নাটক ওয়ান গার্ডেন টু ফ্লাওয়ার্স; অভিনয়- আনিসুর রহমান মিলন, নাজিয়া মৌ প্রমুখ। ৭:২০ মিনিটে ধারাবাহিক নাটক ভেজাল গ্রাম ভেজাল মানুষ (ঈদের তিন দিনই); অভিনয়- আ খ ম হাসান, মীর সাব্বির, প্রাণ রায়, অহনা প্রমুখ।

রাত ৮টায় নাটক কোপ; অভিনয়- মীর সাব্বির, ফারহানা মিলি। ৯:২০ মিনিটে ধারাবাহিক নাটক ফাইস্যা গেছে বাপ বেটা (ঈদের তিন দিনই); অভিনয়- মীর সাব্বির, মুনিরা মিঠু, নীলা ইসলাম। ১০টায় নাটক কিলার। অভিনয়- অপূর্ব, নেহা। রাত ১১:২০ মিনিটে নাটক তারা তিনজন ফুচকা বিলাস; অভিনয়- এজাজ, ফারুক আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.