Sylhet Today 24 PRINT

করোনা জয় করলেন তাপস-মুন্নী

বিনোদন ডেস্ক |  ২৯ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস। এছাড়া টেলিভিশনটির চেয়ারপার্সন ফারজানা মুন্নীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সু-সংবাদ হলো তারা দু’জন করোনামুক্ত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাতে তাপস নিজের ফেসবুক পেজে করোনা থেকে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। সর্বশক্তিমান আল্লাহ্‌র কৃপায় আমি এবং আমার স্ত্রী ফারজানা মুন্নী একসঙ্গে আজ রাত থেকে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত। আমাদের বড় মেয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আমাদের সেবা করার চেষ্টা করেছে, একেবারে আমাদের মায়ের মতো। অন্য দুই রাজকন্যা তাদের ভালোবাসা সঞ্চার করে গেছে যাতে আমরা মানসিকভাবে দৃঢ় থাকতে পারি এবং ইতিবাচক থেকে সফলভাবে এই যাত্রাটি শেষ করতে পারি।’

তাপস আরও লিখেছেন, ‘যারা আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খবর রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই। শিগগিরই আমরা লাইভে এসে আমাদের এই যাত্রা নিয়ে কথা বলবো এবং সবার প্রতি ভালোবাসা প্রকাশ করবো। আল্লাহ আপনাদের রহমত দান করুক এবং সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুক। আল্লাহ ভরসা।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে তাপস-মুন্নী দম্পতি এই দুর্যোগ প্রতিরোধে নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও তারা গানবাংলার পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.