Sylhet Today 24 PRINT

মানুষের জীবনকে কি আমরা মূল্যহীন করে ফেললাম?

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০২০

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় বেদনার্ত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাতিদীর্ঘ পোস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনয়শিল্পী প্রশ্ন তুলেছেন, ‘মানুষের জীবনকে কি আমরা এতটাই মূল্যহীন করে ফেললাম?’

অর্ধশতাধিক যাত্রী নিয়ে সোমবার (২৯ জুন) রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়া আহসান লিখেছেন, ‘বুড়িগঙ্গায় আবার লঞ্চ ডুবেছে। নদীতে ডুবে কী অসহায়ভাবে কতগুলো মানুষ অকাতরে প্রাণ হারাল। প্রত্যেকটা মানুষের আলাদা জীবন। প্রত্যেকের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আরও কত কত মানুষের জীবন। আহা, নদীর তলায় কত স্বপ্নের জীবন্ত সমাধি হলো!’

জয়া আরো লেখেন, ‘খবরে পড়ছি, করোনার মহামারির আঘাতে বাংলাদেশে আরও তিন কোটি মানুষ নতুন করে গরিব হবে। হতদরিদ্র থেকে মধ্যবিত্ত পর্যন্ত কোটি কোটি মানুষ চোখে অন্ধকার দেখছে। এর মধ্যেই এলো আম্পানের তাণ্ডব। তারপর নৌকাডুবি। বড় দুর্যোগে পর্যুদস্ত মানুষের ওপর ঢেউয়ের মতো একটার পর একটা আরও দুর্যোগ আসছেই। বুড়িগঙ্গায় নৌকাডুবির একেকজনের খবর পড়ছি, আর চোখ অশ্রুতে ভরে আসছে। এক যুবক একা বেঁচে আছে, মৃত্যু হয়েছে পরিবারের আর সবার। প্রত্যেকটা ঘটনা এত কষ্টের যে পড়াও যায় না।’

পোস্টের শেষে জয়া প্রশ্ন রাখেন, ‘মানুষের জীবনকে কি আমরা এতটাই মূল্যহীন করে ফেললাম?’

জয়ার পোস্টটি এরই মধ্যে ভক্তকুলে সাড়া ফেলেছে। তারাও মৃতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.