Sylhet Today 24 PRINT

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন

বিনোদন ডেস্ক |  ১১ আগস্ট, ২০২০

মন্ত্রীপরিষদের বৈঠকে ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) এই ট্রাস্টের অনুমোদন দেওয়া হয়।

কয়েক বছর ধরে চলচ্চিত্র শিল্পীদের নানাভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিন এ সহায়তা প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে দিতেন। গত বছর ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তিনি এ সহায়তা ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’ করে এর আওতায় তা দেওয়ার নির্দেশনা দেন। সে নির্দেশনা মোতাবেক মন্ত্রীপরিষদের বৈঠকে ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

খসড়া আইনের অনুমোদনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক সমিতি।

সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমার জানামতে ২৫ কিংবা ৩৫ কোটি টাকার একটা ফান্ড আমরা পাবো। যদিও আমাদের দাবি ছিলো ৫০ কোটি টাকা। এ টাকা ব্যাংকে এফডিআর করা থাকবে। যা থেকে শিল্পীদের মধ্যে যারা কাজ করতে অক্ষম, অসমর্থ ও অসচ্ছল তারা আর্থিক সহায়তা পাবেন। এমনকি কোনো চলচ্চিত্র শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

খসরু বলেন, ‘এখানে শিল্পী বলতে শুধু অভিনয় শিল্পী নয়, চলচ্চিত্রের সকলকেই বুঝাবে। সবাই এর থেকে সহায়তা পাবেন।’

‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান হবেন তথ্যমন্ত্রী। এর সদস্য হবেন মোট ১৩ জন।

এদিকে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ‘ট্রাস্টের এমডি হবেন নির্বাহী প্রধান। তারা তাদের নিজস্ব ফান্ড ও সরকারের দেওয়া ফান্ড নিয়ে ট্রাস্ট পরিচালনা করবেন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ঋণ বা গ্র্যান্টও গ্রহণ করতে পরবে। সেক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে যাতে এমন কোনো লোণ না গ্রহণ করে পরবর্তী সময়ে এটা রাষ্ট্রের উপর চেপে না বসে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.