Sylhet Today 24 PRINT

পদক ফেরত নয়, চলবে প্রতিবাদ

বিনোদন ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৫

'পদক দিয়েছে আমাকে দেশ, সরকার নয়।' একটু কেমন শোনালেও বিদ্যার ব্যাখ্যাটা এমনই। প্রতিবাদ করওেছন আবার জাতীয় পুরস্কার ফেরত দিতেও চান না এ বলিউড অভিনেত্রী।

এফটিআইআইয়ের পড়ুয়াদের দাবিদাওয়া পূরণে সরকার সচেষ্ট নয় ও দেশে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলে এবং কেন্দ্রের নীরবতার প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দিবাকর ব্যানার্জি, আনন্দ পট্টবর্ধনের মতো সিনেমা জগতের দশজন তারকা। এই কথা বলে প্রতিবাদ জানিয়েছে চলচ্চিত্রকার অনুপম খেরও। কিন্তু এই অভিনেতা তার পুরস্কার ফেরত দিতে নারাজ। বিদ্যাও যেন তার পথে এগুলেন।

২০১২ সালে 'ডার্টি পিকচার' ছবির জন্য জাতীয় পুরস্কার পান বিদ্যা বালান। তার যুক্তি, প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে, তবে তা জাতীয় সম্মান ফিরিয়ে নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.